Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২২

বিএনসিসি

ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজের প্রজ্জ্বলিত বিএনসিসি

 

মহানুভব শিক্ষানুরাগী বাবু অম্বিকা চরণ মজুমদার এর হাত ধরে রাজেন্দ্র কলেজ নামক যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়েছে ১৯১৮ সালে, তার উদ্দেশ্য ছিল বাংলার যুব সমাজকে বিশেষকরে দক্ষিণ বঙ্গের যুব সমাজকে উচ্চ শিক্ষায় শিক্ষা নিয়ে দেশ ও দশের উন্নয়নে অবদান রাখা। তারই ধারাবাহিকতায় রাজেন্দ্র কলেজ শতবর্ষের অধিক সময় ধরে দেশের শিক্ষা ব্যবস্থায় এক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলছে এক দক্ষ ও দেশপ্রেমিক জনশক্তি হিসেবে। এই সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি অন্যতম একটি প্রতিষ্ঠান। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় বৃটিশ উপনিবেশকে প্রতিরক্ষা নিরাপত্তায় আরও সমৃদ্ধ করার মানসে একটি পরিকল্পনা নেয়। তৎকালীন বৃটিশ ভারতের ১৪তম ভাইসরয় লর্ড চেমসফোর্ড ভারতে একটি টেরিটোরিয়াল ফোর্স গঠনের উদ্যোগ নেন। এরই সুত্রধরে ১৯২০ সালে পাশ হয় The Indian Territorial Force Act 1920. ভারতের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্য থেকে সহায়ক সৈনিক বা Auxiliary Force তৈরি করার লক্ষ্যে গঠন করা হয় University Training Corps বা UTC. ২য় মহাযুদ্ধের পর ১৯৪৩ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় The University Officers Training Corps বা UOTC. ভারত-পাকিস্তানের জন্ম হলে ১৯৫৫ সালে লেঃ কর্ণেল মতিউর রহমানের দায়িত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে পূর্ব বাংলার ১২/১৩ টি কলেজে এর কার্যক্রম চালু হয়, তারমধ্যে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর অন্যতম। ১৯৭৯ সালের ২৩ মার্চ এই সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় Bangladesh National Cadet Corps বা BNCC. যার সদস্যরা পরিচিত হয় CADET হিসেবে। ক্যাডেট এর পূর্ণরূপ হচ্ছে CADET (C=Couragous, A=Active, D=Dutiful, E=Educated, T=Truthful)। পূর্বে BNCC’র মূলমন্ত্র- জ্ঞান, একতা, শৃংখলা থাকলেও বর্তমানে তা- জ্ঞান, শৃংখলা, সেচ্ছাসেবা। ১৯৫৫ সালের থেকেই সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা সহ-শিক্ষা হিসেবে BNCC’র মাধ্যমে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছে দেশ-বিদেশে। রাজেন্দ্র কলেজ BNCC’র রয়েছে এক গৌরব গাথা ইতিহাস। এই কলেজের ক্যাডেট ল্যান্স কর্পোরাল শহীদ মেজবাহ উদ্দিন নৌফেল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন দিয়ে কীর্তিমান হয়ে আছেন ইতিহাসে। এছারাও BNCC ক্যাডেটরা বিভিন্ন সময় তাদের সক্ষমতা দেখিয়ে দেশ সেরা ক্যাডেট নির্বাচিত হয়েছে, ঘুরেছে দেশের বাইরে। রাজেন্দ্র কলেজ BNCC তে রয়েছে দুইটি প্লাটুন (পুরুষ ও মহিলা)। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে সারা বাংলাদেশকে ৫টি রেজিমেন্টে ভাগ করা হয়। রাজেন্দ্র কলেজ BNCC বর্তমানে সুন্দরবন রেজিমেন্ট, খুলনার ২৪ ব্যাটালিয়নের অধীনে একটি প্রতিষ্ঠান। একজন সামরিক প্রশিক্ষক এর মাধ্যমে ক্যাডেটদের দেওয়া হয় সামরিক প্রশিক্ষণ, সারা বছর ব্যাপি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ক্যাম্পে এর চৌকস ক্যাডেটরা তাদের নৈপুন্য প্রদর্শন করে। প্রতিষ্ঠানের ক্যাডেটরা নিজের প্রতিষ্ঠানের পাশাপাশি জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস ও দুর্যোগকালীন অবস্থায় নিজেদের সম্পৃক্ত করে এক অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে BNCC হয়ে উঠুক এক আস্থার নাম।