Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০২২

অনুষদ: বিজ্ঞান অনুষদ
বিভাগ: পদার্থ

 • বিভাগ বৃত্তান্ত
 • বিভাগ প্রধান
 • প্রাক্তণ বিভাগ প্রধানগণ
 • শিক্ষক মন্ডলী
 • পাঠ্যসূচী
 • ছাত্র ছাত্রীবৃন্দ
 • বিজ্ঞপ্তি সমূহ
 • ফলাফল সমূহ
 • গবেষণা পত্র
 • নিত্য কার্যশূচি
 • বাজেট বিন্যাস
 • সম্মান ফলক
 • যোগাযোগ

প্রোফাইল

কলেজ প্রতিষ্ঠা        : ১৯১৮

প্রতিষ্ঠার সময়কাল   : ১৯২১ সালে আই এস সি এবং ১৯৭১-৭২ শিক্ষাবর্ষ থেকে পদার্থবিজ্ঞানে অনার্স    

                         কোর্স চালু হয়।

প্রতিষ্ঠার ইতিহাস    : ১৯১৮ সালের ৮ই এপ্রিল ফরিদপুরের সম্মানিত জেলা কালেক্টর ( জেলা প্রশাসকের তৎকালীন পদবী ছিল জেলা কালেক্টর) মিস্টার ডানলপ রাজেন্দ্র ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজের নামে জমি বরাদ্দ, উক্ত জমিতে ভবন এবং ছাত্র হোস্টেল নির্মাণের কাজ শুরু হলে অম্বিকাচরণ মজুমদার পূ্র্ণোদ্দ্যমে কলেজের অধিভুক্তির বিষয়ে প্রচেষ্টা শুরু করেন। তাঁর প্রাণান্ত প্রচেষ্টায় ১৯১৮ সালের ১৩ মে তৎকালীন ভারত সরকার রাজেন্দ্র কলেজের অধিভুক্তি অনুমোদন করেন। ১৯১৮ সালের ১ জুন শ্রী কামাখ্যা নাথ মিত্র কলেজের অধ্যক্ষ ও ইংরেজির অধ্যাপক হিসেবে যোগদান করেন। এরপর ১২ জন অধ্যাপক কলেজে নিয়োগ প্রাপ্ত হন। ১৯১৮ সালের ১ জুলাই মাত্র ২৯ জন ছাত্র নিয়ে কলেজে কলা বিভাগে (আই এ) প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়। ১৯২১ সালের আই এসসি এবং ১৯২৩ সালে ডিগ্রি পাশ কোর্স ও কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর শিক্ষক সংকট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসম্মতির কারনে ১৯৪৯ সালে অনার্স কোর্স বন্ধ হয়ে যায়। স্বাধীনতার পর ১৯৭১-৭২ শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞান অনার্স কোর্স প্রবর্তন করা হয়।

 

প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান   : অনার্স কোর্স প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান জনাব মোঃ এহিয়া ইসলাম,

                                    সহকারী অধ্যাপক (১লা মে ১৯৬৮ থেকে ৩১শে মে ১৯৭৫)

অনার্স প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের নাম :

                            ১। জনাব মোঃ এহিয়া ইসলাম মিয়া , সহকারী অধ্যাপক

                              ২। আব্দুর রশিদ মিঞা , সহকারী অধ্যাপক

                              ৩। মোঃ ওয়াহিদুজ্জামান, প্রভাষক

                              ৪। মোঃ ইউনুস মিয়া , প্রদর্শক

তবে উল্লেখ্য যে, ১৯৬৮ সালের পূর্বে প্রতিষ্ঠাকালীন শিক্ষকের নাম সংগ্রহ করা সম্ভব হয় নাই।

প্রতিষ্ঠাকালীন শিক্ষকের সংখ্যা : আনুমানিক ১০/১২ জন।

প্রোফাইল

ছবি নাম পদবি
প্রফেসর তপন কুমার দেবনাথ অধ্যাপক

প্রোফাইল

বিভিন্ন সময়ে কর্মরত বিভাগীয় প্রধানদের তালিকা :

শিক্ষকদের নাম

পদের নাম

কর্মকাল

১। মোঃ এহিয়া ইসলাম মিয়া

সহকারি অধ্যাপক

১/৫/১৯৬৮ থেকে ৩১/৫/১৯৭৫

২। এস এম আমজাদ হোসেন

সহযোগী অধ্যাপক

১/৬/১৯৭৫ থেকে ৩১/৬/১৯৮৩

৩।মোঃ এহিয়া ইসলাম মিয়া

সহযোগী অধ্যাপক

৪/৬/১৯৮০ থেকে    /১/১৯৮৪

৪। মনসুর আলী মোল্লা

সহকারি অধ্যাপক

২৬/৮/১৯৮৪ থেকে ১৭/৭/১৯৯১

৫।শরীফ মোঃ আমির উদ্দিন

সহকারি অধ্যাপক

১৮/৭/১৯৯১ থেকে ৩/৩/১৯৯২

৬। মোঃ নূরুল ইসলাম

অধ্যাপক

৪/৩/১৯৯২ থেকে ৫/৬/১৯৯৫

৭। মোঃ সোহরাব উদ্দিন হাসান

সহযোগী অধ্যাপক

৬/৬/১৯৯৫ থেকে ৩/৯/১৯৯৬

৮। মোঃ মজিবুর রহমান

অধ্যাপক

৪/৯/১৯৯৬ থেকে ১৮/১২/১৯৯৬

৯। এ কে নজরুল হক

অধ্যাপক

১১/৫/১৯৯৭ থেকে ২৫/৩/১৯৯৮

১০। এ টি এম শামসুর রহমান

সহকারি অধ্যাপক

২৬/৩/১৯৯৮ থেকে ১/১/১৯৯৯

১১। ডঃ মোঃ ইকরাম আলী শেখ

সহযোগী অধ্যাপক

২/১/১৯৯৯ থেকে ২০/৪/২০০১

১২। মোঃ শামসুর রহমান

অধ্যাপক

২১/৪/২০০১ থেকে ১/১১/২০০১

১৩। ডঃ মোঃ ইকরাম আলী শেখ

সহযোগী অধ্যাপক

২/১১/২০০১ থেকে ৩/১/২০০২

১৪। আবদুল হালিম

সহযোগী অধ্যাপক

৩/২/২০০২ থেকে ১/৬/২০০২

১৫। মুহম্মদ আজিজ হাসান

অধ্যাপক

২/৬/২০০২ থেকে২৯/৮/২০০৪

১৬। ডঃ আহম্মেদ রেজা

অধ্যাপক

৯/১১/২০০৪ থেকে ১৩/৪/২০০৫

১৭। আবদুল হালিম

সহযোগী অধ্যাপক

১৪/৪/২০০৫ থেকে ৩০/১/২০০৬

১৮। সন্ধ্যা রানী সাহা

অধ্যাপক

২৮/১/২০০৬ থেকে ১৫/৪/২০০৭

১৯। রেজিনা সুলতানা

অধ্যাপক

৩/৫/২০০৭ থেকে ৩/৯/২০০৭

২০। হেমন্ত কুমার সরকার

সহযোগী অধ্যাপক

৩/৯/২০০৭ থেকে ১৭/১১/২০০৭

২১। মোঃ রুহুল ইসলাম

অধ্যাপক

১৮/১১/২০০৭ থেকে ২৭/১২/২০০৭

২২। মার্জিয়া খাতুন

সহকারি অধ্যাপক

২৮/১২/২০০৭ থেকে ৪/৩/২০০৮

২৩। বিমল চন্দ্র রায়

অধ্যাপক

৫/৩/২০০৮ থেকে ২৫/৭/২০০৯

২৪। সৈয়দ রমিজ উদ্দিন

অধ্যাপক

৭/৯/২০০৯ থেকে ২৫/৩/২০১০

২৫। প্রফেসর আবদুস সোবহান

অধ্যাপক

৩০/৩/২০১০ থেকে ৯/১২/২০১০

২৬। মোঃ শৌকত আলী

সহযোগী অধ্যাপক

১০/১২/২০১০ থেকে ৪/১/২০১১

২৭। মোঃ শৌকত আলী

অধ্যাপক

৫/১/২০১১ থেকে ৯/৩/২০১১

২৮। মার্জিয়া খাতুন

সহযোগী অধ্যাপক

১০/৩/২০১১ থেকে ২২/৫/২০১২

২৯। ইলা মজুমদার

অধ্যাপক

২৩/৫/২০১২ থেকে ১৪/১১/২০১৬

৩০। কৃষ্ণ কুমার সাহা

সহযোগী অধ্যাপক

১৫/১১/২০১৬ থেকে ৩১/৮/২০১৭

৩১। তপন কুমার দেবনাথ

অধ্যাপক

 

 

বর্তমান শিক্ষকদের তালিকা :

শিক্ষকদের নাম

পদের নাম

কর্মকাল

১। জনাব তপন কুমার দেবনাথ

অধ্যাপক

 

২। কৃষ্ণ কুমার সাহা

সহযোগী অধ্যাপক

 

৩। মুহাম্মদ ফয়সাল ইসলাম

সহকারি অধ্যাপক

 

৪। দিলীপ কুমার ভৌমিক

সহকারি অধ্যাপক

 

৫। এমার হক

সহকারি অধ্যাপক

 

৬। সাখাওয়াত হোসেন

সহকারি অধ্যাপক

 

৭। মোঃ মনিরুল ইসলাম

প্রভাষক

 

৮। লিটন কুমার সাহা

প্রভাষক

 

৯। ফারজানা লুনা

প্রভাষক

 

 

প্রোফাইল

ছবি নাম পদবি
প্রফেসর তপন কুমার দেবনাথ অধ্যাপক
জনাব কৃষ্ণ কুমার সাহা সহযোগী অধ্যাপক
মুহাম্মদ ফয়সাল ইসলাম সহযোগী অধ্যাপক
দিলীপ কুমার ভৌমিক সহযোগী অধ্যাপক
মুহাম্মদ এমার হক সহকারী অধ্যাপক
সাখাওয়াত হোসেন সহকারী অধ্যাপক
লিটন কুমার সাহা প্রভাষক
উৎপল বিশ্বাস প্রভাষক
আকিদুল ইসলাম প্রভাষক

প্রোফাইল

প্রোফাইল

বর্ষ

শিক্ষাবর্ষ

সংখ্যা

মোট

অনার্স ১ম বর্ষ (নতুন)

2021-22

115

 

৪৪০ জন

অনার্স ১ম বর্ষ (পুরতন)

2020-21

64

অনার্স ২য় বর্ষ

2019-20

73

অনার্স ৩য় বর্ষ

2018-19

75

অনার্স ৪র্থ বর্ষ

2017-18

58

মাস্টার্স  শেষ বর্ষ

2016-17

55

 

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল