বিভাগ বৃত্তান্ত
প্রতিষ্ঠার সময়কালঃ ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষ
প্রতিষ্ঠার ইতিহাসঃ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শতবর্ষী সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। ১৯১৮-১৯১৯ শিক্ষাবর্ষ থেকে এ প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক এবং ১৯২১-১৯২২ শিক্ষাবর্ষ থেকে বি.এ (পাস) কোর্স প্রবর্তিত ছিলো। এ কলেজে অনেকগুলো বিভাগ (Department) চালু থাকলেও শিল্পবিপ্লবোত্তর সমাজের জটিল ও বহুমুখী সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানের লক্ষ্যে উদ্ভাবিত অনুশীলনধর্মী ও পেশাদারী মর্যাদার অধিষ্ঠিত বিষয়ের প্রয়োজনীয়তা ভীষণভাবে অনুভূত হয়। এ উপলদ্ধি হতে সমসাময়িক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের প্রবল দাবীর প্রেক্ষিতে যুগোপযোগী ও অপক্ষোকৃত নবীন বিষয় হিসেবে কলেজ কর্তৃপক্ষ ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষের কোন এক শুভক্ষণে ”সমাজকর্ম বিভাগ” নামে একটি নতুন বিভাগ প্রতিষ্ঠা করেন। এই মাহেন্দ্রক্ষণে কলেজের সুযোগ্য ও দক্ষ অধ্যক্ষ হিসেবে প্রাথমিক পর্যায়ে দায়িত্বে ছিলেন প্রফেসর মিঞা লুৎফার রহমান এবং পরবর্তীতে দায়িত্বভার গ্রহণ করেন সুযোগ্য প্রফেসর সুভাষ চন্দ্র ঘোষ। প্রতিষ্ঠাকালে নবগঠিত বিভাগের পদ সংখ্যা ছিল মাত্র ৪টি (সহযোগী অধ্যাপক-১, সহকারী অধ্যাপক-১, প্রভাষক-২টি, ০৭/০৪/১৯৮৪ সালে সৃষ্ট পদ অনুযায়ী)। ০৬/১২/২০০৭ সালে আরো ০৭ (সাত)টি পদ সৃষ্ট হয়। পদগুলো হলো অধ্যাপক-০১, সহযোগী অধ্যাপক-০১, সহকারী অধ্যাপক-০৩, প্রভাষক-০২। বর্তমানে বিভাগের মোট পদ সংখ্যা অধ্যাপক-০১, সহযোগী অধ্যাপক-০২, সহকারী অধ্যাপক-০৪, প্রভাষক-০৪। সর্বমোট ১১ (এগারো) টি পদ।
পরবর্তীতে শিক্ষার্থীদের আগ্রহ ও ব্যাপক চাহিদার প্রেক্ষিতে বিভাগের কলেবর বৃদ্ধি করে ২০০০-২০০১ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষবর্ষ এবং ২০১১-২০১২ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রথম পর্বের কোর্স চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবদি সমাজকর্ম বিভাগ তার ঐতিহ্য বজায় রেখে জ্ঞান সৃষ্টি, মেধা ও মননশীলতায় এবং নতুন নতুন জ্ঞানের সম্প্রসারণে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধানঃ জনাব মোঃ আলতাফ হোসেন ( সহযোগী অধ্যাপক )
প্রতিষ্ঠাকালীন শিক্ষকবৃন্দের নামঃ ( সহকারী অধ্যাপক পদ শূণ্য )
জনাব এ. কে. এম. মনজুর রেজা
( প্রভাষক )
জনাব কাজী সোহরাব উদ্দিন
(প্রভাষক)
প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থীর সংখ্যাঃ ৮৫ জন
ছবি | নাম | পদবি |
---|---|---|
কাজী সায়লা ইয়াসমিন | সহযোগী অধ্যাপক |
বিভিন্ন সময়ে বিভাগীয় প্রধানদের তালিকাঃ
১. জনাব মো: আলতাফ হোসেন (কার্যকাল: ০১-০৬-১৯৮৯ থেকে ৩০-১২-২০০২ পর্যন্ত)
২. জনাব মোঃ আহসান আলী (কার্যকাল: ৩১-১২-২০০২ থেকে ০৩-০১-২০০৩ পর্যন্ত)
৩. জনাব মীর সিরাজুল ইসলাম (কার্যকাল: ০৪-০১-২০০৩ থেকে ২৯-০২-২০০৮ পর্যন্ত)
৪. প্রফেসর আতাউর রহমান খান (কার্যকাল: ০১-০৩-২০০৮ থেকে ২৯-০৪-২০১০ পর্যন্ত)
৫. জনাব এ,কে,এম, মনজুর রেজা (কার্যকাল: ৩০-০৪-২০১০ থেকে ০৯-০৫-২০১০ পর্যন্ত)
৬. প্রফেসর মোস্তফা গোলাম ইউসুফ (কার্যকাল: ১০-০৫- ২০১০ থেকে ০৫-০৯-২০১০ পর্যন্ত)
৭. জনাব এ,কে,এম, মনজুর রেজা (কার্যকাল: ০৬-০৯-২০১০ থেকে ০৯-০৫-২০১১ পর্যন্ত)
৮. প্রফেসর শহীদুল্লাহ ভূঁইয়া (কার্যকাল: ১০-০৫-২০১১ থেকে ০৬-০৫-২০১৪ পর্যন্ত)
৯. জনাব এ,কে,এম, মনজুর রেজা (কার্যকাল: ০৭-০৫- ২০১৪ থেকে ১৫-১০-২০১৪ পর্যন্ত)
১০. প্রফেসর সৈয়দা রোকেয়া সুলতানা (কার্যকাল: ১৫-১০- ২০১৪ থেকে ১২-০১-২০১৬ পর্যন্ত)
১১. জনাব আঃ কাদের মিঞা (কার্যকাল: ১২-০১-২০১৬ থেকে ০৪-১০-২০১৬ পর্যন্ত)
১২. জনাব মোঃ লুৎফর রহমান (কার্যকাল: ০৫-১০-২০১৬ থেকে ০২-১১-২০১৬ পর্যন্ত)
১৩. জনাব এ,বি,এম, সাইফুর রহমান (কার্যকাল: ০৩-১১- ২০১৬ থেকে ০৭-১১-২০১৬ পর্যন্ত)
১৪. প্রফেসর ডি.এম. মোস্তাফিজার রহমান (কার্যকাল: ০৮- ১১-২০১৬ থেকে ৩১-০৭-২০২১ পর্যন্ত)
১৫. প্রফেসর এ,বি,এম, সাইফুর রহমান (কার্যকাল: ৩১- ০৭-২০২১ থেকে ২১-১১-২০২৪ পর্যন্ত)
বর্তমান শিক্ষকদের তালিকাঃ
জনাব তপন কুমার কুন্ডু, (সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান)
জনাব কাজী সায়লা ইয়াসমিন (সহযোগী অধ্যাপক)
জনাব তপন কুমার কুন্ডু (সহযোগী অধ্যাপক)
জনাব শুভদ্বীপ বিশ্বাস (সহকারী অধ্যাপক)
জনাব মোঃ সাইফুর রহমান সুমন (সহকারী অধ্যাপক)
জনাব মোঃ মহিবুল্লাহ (সহকারী অধ্যাপক)
মোঃ সেলিম রেজা (সহকারী অধ্যাপক)
জনাব শাহ সোহেল আহমেদ (প্রভাষক)
ছবি | নাম | পদবি |
---|---|---|
কাজী সায়লা ইয়াসমিন | সহযোগী অধ্যাপক | |
তপন কুমার কুন্ডু | সহযোগী অধ্যাপক | |
মোঃ সেলিম রেজা | সহকারী অধ্যাপক | |
শুভদ্বীপ বিশ্বাস | সহকারী অধ্যাপক | |
মোঃ সেলিম রেজা | সহকারী অধ্যাপক | |
মোঃ মহিবুল্লাহ | সহকারী অধ্যাপক | |
শাহ সোহেল আহমেদ | প্রভাষক |
বর্তমান শিক্ষার্থীর সংখ্যা : (সেপ্টেম্বর ২০২২):
অনার্স: (১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত) = ১১০২ জন
মাষ্টার্স ১ম পর্ব = ১১৪ জন
মাষ্টার্স শেষ পর্ব = ২৫৫ জন
"করোনা পরবর্তী বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ" | |
ইন্টারনেট আসক্তি ও আমাদের তারুণ্য |
০১৭১৮-১২৪৯১৮