সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস
১৯৯৩ সালে সমাজবিজ্ঞান বিভাগে সর্বপ্রথম অনার্স প্রথম বর্ষে কিছু সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি করা হয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি ও রেজিস্ট্রেশন অনুমোদন না করায় সেসব শিক্ষার্থীকে অন্যান্য বিভাগে ভর্তি করার জন্য প্রেরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান জনাব মোঃ নজরুল ইসলাম ভর্তিকৃত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের চাপের মুখে পড়েন। পরের বছর ১৯৯৪ সালে তার প্রচেষ্টায় মাস্টার্স ১ম পর্বে ৫০ জন শিক্ষার্থীকে ভর্তি করার অনুমতি প্রদান করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপর ১৯৯৭ সালে স্নাতক (সম্মান) ও মাস্টার্স শেষ পর্বে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমতি প্রদান করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এভাবেই সরকারি রাজেন্দ্র কলেজের তৎকালীন অধ্যক্ষ তথা প্রশাসনিক উদ্যোগে এবং প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান জনাব মোঃ নজরুল ইসলাম (পরবর্তীতে প্রফেসর হিসেবে সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে অবসরপ্রাপ্ত), প্রতিষ্ঠাকালীন শিক্ষক জনাব মোঃ মাহাবুবুর রহমান (পরবর্তীতে অধ্যক্ষ হিসেবে সরকারি রাজেন্দ্র কলেজ, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা ও মহাপরিচালক, মাউশি, বাংলাদেশ, ঢাকা) ও জনাব মোঃ আনোয়ার হোসেন (পরবর্তীতে ডীন, সামাজিক বিজ্ঞান অনুষদ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বর্তমানে ট্রেজারার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়. গাজীপুর) মহোদয়গণের আন্তরিক প্রচেষ্টায় সরকারি রাজেন্দ্র কলেজে সমাজবিজ্ঞান বিভাগের অগ্রযাত্রা শুরু হয়। বর্তমানে এ বিভাগে ১টি অধ্যাপক, ৩টি সহযোগী, ৪টি সহকারী ও ৪ টি প্রভাষক পদ মিলে মোট ১২টি পদ রয়েছে এবং প্রায় ১৬০০ (এক হাজার ছয়শত) ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে, যা বাংলাদেশের উচ্চ শিক্ষায় গুরুত্বপূর্ অবদান রেখে চলেছে।
প্রতিষ্ঠার সময়কাল |
প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থীর সংখ্যা |
প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান |
প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের নাম |
মাস্টার্স ১ম পর্ব ২৮/০১/১৯৯৭ |
৫০ জন |
জনাব মোঃ নজরুল ইসলাম |
জনাব মোঃ মাহাবুবুর রহমান |
স্নাতক (সম্মান) ১৯/০১/১৯৯৭ |
৫০ জন |
জনাব মোঃ আনোয়ার হোসেন |
|
মাস্টার্স শেষ পর্ব ১১/০৩/১৯৯৭ |
৫০ জন |
বিভিন্ন সময়ে বিভাগীয় প্রধানগণ
|
সময়কাল |
|
নাম |
শুরু |
শেষ |
১. জনাব মোঃ নজরুল ইসলাম |
২৮/০১/১৯৯৪ |
১২/০২/১৯৯৯ |
২. জনাব মোঃ মাহাবুবুর রহমান |
১৩/০২/১৯৯৯ |
৩০/০৬/২০০১ |
৩. জনাব মোঃ আব্দুস সাত্তার |
০১/০৭/২০০১ |
০৯/১০/২০০১ |
৪. জনাব মোঃ মাহাবুবুর রহমান |
১৬/১০/২০০১ |
২৭/০২/২০০৮ |
৫. প্রফেসর হেনা মনসুর |
২৮/০২/২০০৮ |
২১/০৮/২০০৮ |
৬. জনাব মোঃ মাহাবুবুর রহমান |
২২/০৮/২০০৮ |
১৯/০৭/২০০৯ |
৭. জনাব রওশান আরা বেগম হেপী |
২০/০৭/২০০৯ |
৩১/০৭/২০০৯ |
৮. প্রফেসর মোঃ জুলফিকার রহমান |
০১/০৮/২০০৯ |
০৪/০৯/২০০৯ |
৯. জনাব রওশান আরা বেগম হেপী |
০৫/০৯/২০০৯ |
০৫/০৯/২০০৯ |
১০. জনাব অশোক কুমার সরকার |
০৬/০৯/২০০৯ |
২৮/০৩/২০১০ |
১১. জনাব হিমাংশু কুমার আচার্য্য |
২৯/০৩/২০১০ |
১৯/০৫/২০১২ |
১২. জনাব অশোক কুমার সরকার |
২০/০৫/২০১২ |
১২/০৫/২০১৩ |
১৩. প্রফেসর অশোক কুমার সরকার |
১৩/০৫/২০১৩ |
২৫/১১/২০১৩ |
১৪. জনাব মোস্তাফিজুর রহমান |
২৬/১১/২০১৩ |
০২/০১/২০১৫ |
১৫. প্রফেসর মোঃ ইমান আলী |
০৩/০১/২০১৫ |
২৮/০১/২০১৫ |
১৬. জনাব মোস্তাফিজুর রহমান |
২৯/০১/২০১৫ |
০২/০৯/২০১৬ |
১৭. প্রফেসর মোস্তাফিজুর রহমান |
০৩/০৯/২০১৬ |
|
বর্মানে কর্রত শিক্ষকদের নাম
নাম |
পদবী |
১. জনাব জেসমিন নাহার |
সহযোগী অধ্যাপক |
২. জনাব মোঃ ওবায়দুর রহমান |
সহযোগী অধ্যাপক |
৩. জনাব এইচ.এম. গোলাম মস্তফা |
সহকারী অধ্যাপক |
৪. জনাব ইকরামুজ্জামান মোল্যা |
সহকারী অধ্যাপক |
৫. জনাব ফারহানা ইয়াসমীন |
সহকারী অধ্যাপক |
৬. জনাব অনিন্দিতা জোয়ারদার |
সহকারী অধ্যাপক |
৭. জনাব শিউলী বিশ্বাস |
সহকারী অধ্যাপক (ও.এসডি) |
৮. জনাব দিবেন্দ্যু বসু |
প্রভাষক |
৯. জনাব দীপা সাহা |
প্রভাষক |
ছবি | নাম | পদবি |
---|---|---|
মোঃ ওবায়দুর রহমান | অধ্যাপক | |
এইচ. এম. গোলাম মস্তফা | সহকারী অধ্যাপক | |
ইকরামুজ্জামান মোল্যা | সহকারী অধ্যাপক | |
ফারহানা ইয়াসমীন | সহকারী অধ্যাপক | |
অনিন্দিতা জোয়ারদার | সহকারী অধ্যাপক | |
শিউলী বিশ্বাস | সহকারী অধ্যাপক | |
দিব্যেন্দু বসু | প্রভাষক | |
দীপা সাহা | প্রভাষক |