অনুষদ: বিজ্ঞান অনুষদ
বিভাগ: উদ্ভিদবিজ্ঞান বিভাগ
প্রতিষ্ঠারসময়কাল
১৯৯৭-১৯৯৮ (অনার্স কোর্স শুরু)
২০০০-২০০১ (মাস্টার্স শেষ পর্ব কোর্স শুরু)
বিভাগ বৃত্তান্ত
বৃহত্তর ফরিদপুরের এই অঞ্চলে উচ্চশিক্ষা গ্রহণের তেমন কোন সুযোগ ছিলনা। এমতাবস্থায় ফরিদপুরের কৃতি সন্তান, নিখিল ভারত কংগ্রেসের সভাপতি, খ্যাতনামা আইনজীবি ও সমাজসেবক শ্রী অম্বিকাচরণ মজুমদার এই অঞ্চলে একটি কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। মূলত এই আলোকিত মানুষটির অক্লান্ত প্রচেষ্টা ও সাহসী নেতৃত্বে ১৯১৮ সালে রাজেন্দ্র কলেজের যাত্রা শুরু। তবে কলেজ প্রতিষ্ঠার পথচলা উপরোক্ত বাক্যটির শাব্দিক বর্ণনার মত এতটা সহজতর ছিলনা। ১৯১৫ সালের ১৫ নভেম্বর অম্বিকাচরণ মজুমদারের নেতৃত্বে কলেজ প্রতিষ্ঠায় একটি কমিটি গঠিত হয়। অম্বিকাচরণের ঐকান্তিক প্রচেষ্টায় কমিটি প্রাথমিক ভাবে কিছু অর্থ যোগাড়ে সমর্থ হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিলনা। এমতাবস্থায় অম্বিকাচরণ মজুমদারের অনুরোধে তাঁরমক্কেল ফরিদপুরের বাইশরসির জমিদার রমেশচন্দ্র চৌধুরী তাঁর প্রয়াত পিতা রাজেন্দ্র চন্দ্র চৌধুরীর নামে কলেজের নামকরণের শর্তে ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেন। কলেজ প্রতিষ্ঠাতা কমিটি তার এই প্রস্তাবে রাজী হয়ে কলেজের নাম রাজেন্দ্র কলেজ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর কলেজের জন্য জমি প্রাপ্তি ও কলেজ অধিভুক্তির প্রক্রিয়া নিয়েই কেটে যায় বেশ অনেকটা সময়। অনেক কাঠ খড় পোড়ানোর পর অবশেষে ১৯১৮ সালের ১৩ মে ভারত সরকার কলেজ অধিভুক্তির অনুমোদন দেয় এবং ফরিদপুর শহরের পূর্বপাশে খেলার মাঠের (বর্তমান শহর ক্যাম্পাস) ৫.৫ একর জমি বার্ষিক একটা কাঠা জায়াগার বিনিময়ে কলেজের নামে মঞ্জুর করেন। ১৯১৮ সালের ১ জুন কামাখ্যানাথ মিত্র কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদেন। ১৯১৮ সালের ১ জুলাই আনুষ্ঠানিক ভাবে কলেজের কার্যক্রম শুরু হয়, রোপিত হয় এক চারাগাছ আজ যা বিশালমহী রুহে পরিণত হয়েছে। পরবর্তীতে ১৯৬৮ সালে কলেজের নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণের প্রয়োজনে বায়তুল আমান ক্যাম্পাসের কাজ শুরু হয়। এ বছরেই কলেজটিকে প্রাদেশিকী করণ করা হয় এবং সরকারিভাবে অধ্যক্ষ নিযুক্ত হন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবপ্রসন্ন লাহিড়ী। কলেজটিতে ১৯৭১-৭২ শিক্ষাবর্ষ থেকে ৬টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। বর্তমানে এখানে ২০টি বিভাগে অনার্স ও ১৮টি বিভাগে মাস্টার্স কোর্স চালু রয়েছে। বর্তমানে এইকলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার ও শিক্ষকের পদ ১৭০ টি। এভাবেই এগিয়ে চলেছে দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ। ঐতিহ্যবাহী এই শিক্ষায়তনের অন্যতম সমৃদ্ধ একটি বিভাগ হল উদ্ভিদবিজ্ঞান বিভাগ। কলেজটিতে ১৯৭১-৭২ শিক্ষাবর্ষ থেকে ৬টি বিষয়ে অনার্স কোর্স চালু হলেও বিজ্ঞান বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা উদ্ভিদবিজ্ঞান বিভাগের পথ চলা শুরু হয় ১৯৯৭-১৯৯৮ সেশনে অনার্স কোর্স চালুর মাধ্যমে। শুরু থেকে বায়তুল আমান ক্যাম্পাসের ১টি শ্রেণিকক্ষ ও শিক্ষকদের জন্য ১টি রুম এবং ডিগ্রী শাখায় (শহর ক্যাম্পাস) ১টি শ্রেণিকক্ষ, ১টি ল্যাব ও ১টি শিক্ষক মিলনায়তন নিয়ে ২ শাখার সমন্বয়ে শ্রেণি কার্যক্রম ,ব্যবহারিক ক্লাসসহ সকল কার্যক্রম পরিচালিত হতো। ২০২২ সালে বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা স্যারের একান্ত প্রচেষ্টায় উদ্ভিদবিজ্ঞান বিভাগসহ সকল বিজ্ঞান বিভাগ সমূহকে শহর ক্যাম্পাসে অতিরিক্ত আরো ১টি করে শ্রেণিকক্ষ দেন। বর্তমানে অত্র বিভাগের শ্রেণি পাঠদান, ব্যবহারিক ক্লাসসহ অফিশিয়াল সকল কার্যক্রম শহর শাখায় পরিচালিত হয়। শহর শাখায় প্রশাসনিক ভবনের পূর্বপাশে অবস্থিত ২য় তলাবিশিষ্ট একাডেমিক ভবন-২ এর ২য় তলায় পশ্চিম পাশে এ বিভাগের অবস্থান। বিভাগে বর্তমানে শিক্ষক-কর্মকর্তার ০৫টি পদ রয়েছে। বর্তমানে এ বিভাগে প্রায় 672 শিক্ষার্থী রয়েছে। এ বিভাগ থেকে পড়ালেখা শেষ করে পরবর্তী সময়ে অনেকেই সরকারি-বেসরকারি দায়িত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ও করে চলেছেন। একজন আলোকিত মানুষ অম্বিকাচরণ মজুমদারের হাত ধরে রাজেন্দ্র কলেজ নামে যে জ্ঞানালোক শিখা প্রজ্জ্বলিত হয়েছিল বিশ শতকের গোড়ার দিকে, আজো তা জ্বাজল্য মান। এ শিখা আলো ছড়িয়ে যাবে কাল থেকে কালান্তরে, সেই সাথে সমৃদ্ধ হবে এ কলেজের ঐতিহ্যের অভিজ্ঞান-এটাই সকলের প্রত্যাশা।
সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
কলেজ প্রতিষ্ঠাকালঃ ১৯১৮ ,স্নাতক সম্মান কোর্স প্রবর্তনঃ ১৯৯৭-১৯৯৮ খ্রিঃ
সম্মনিত বিভাগীয় প্রধানগণের নামের তালিকা
ক্রমিক নং |
কর্মকর্তার নাম |
পদবী |
সময়কাল |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
হইতে |
পর্যন্ত |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০১. |
হাবিবুল হাসান |
সহযোগী অধ্যাপক |
১৮/০৪/১৯৯৫ |
২২/০৪/২০০০ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০২. |
প্রিয় লাল সরকার |
সহকারী অধ্যাপক |
২৩/০৪/২০০০ |
২৩/০৫/২০০১ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৩. |
সুভাষ চন্দ্র মজুমদার |
সহযোগী অধ্যাপক |
২৪/০৫/২০০১ |
৩১/১২/২০০৩ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৪. |
বিনয় কুমার ভৌমিক |
সহযোগী অধ্যাপক |
২৫/০৩/২০০৪ |
০৭/১১/২০০৪ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৫. |
কে. এম হাবিবুর রহমান |
অধ্যাপক |
০৮/১১/২০০৪ |
১২/১২/২০০৪ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৬. |
ফরিদা বিনতে লুৎফর |
অধ্যাপক |
২০/০৪/২০০৫ |
১৬/০৫/২০০৫ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৭. |
মাহফুজা রহমান |
অধ্যাপক |
২৫/০৫/২০০৫ |
২৫/০১/২০০৬ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৮. |
মো: সায়েদুর রহমান |
অধ্যাপক |
০২/০৭/২০০৬ |
২৮/০৮/২০০৬ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৯. |
কামরুন নেসা |
অধ্যাপক |
২৫/০১/২০০৭ |
১৫/০৪/২০০৭ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১০. |
মো: শহীদুল ইসলাম |
অধ্যাপক |
০৬/০৫/২০০৭ |
০৬/০৯/২০০৭ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১১. |
শেখ শহীদুল ইসলাম |
অধ্যাপক |
১৮/১১/২০০৭ |
০২/০১/২০১১ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১২. |
খোন্দকার ফরিদ উদ্দিন আহাম্মদ |
অধ্যাপক |
০৭/০৭/২০১২ |
১৮/০৪/২০১৬ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৩. |
আমিনুল হক |
সহযোগী অধ্যাপক |
১৮/০৪/২০১৬ |
০৩/১০/২০১৬ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৪. |
ড. আ: রহমান বিশ্বাস |
অধ্যাপক |
০৩/১০/২০১৬ |
১৬/০৩/২০১৭ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৫. |
ড. মো: মতিয়ার রহমান |
সহযোগী অধ্যাপক |
১৬/০৩/২০১৭ |
০৫/০৪/২০১৭ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৬. |
প্রফে: হাবিবুর রহমান পীর |
অধ্যাপক |
০৫/০৪/২০১৭ |
২৭/০৪/২০১৭ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৭. |
ড. মো: মতিয়ার রহমান |
সহযোগী অধ্যাপক |
২৭/০৪/২০১৭ |
০১/০৮/২০১৭ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৮. |
ওয়াজিদা বানু |
অধ্যাপক |
০১/০৮/২০১৭ |
১২/০৭/২০১৮ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯. |
প্রফে: ড. মো: মতিয়ার রহমান |
অধ্যাপক |
১২/০৭/২০১৮ |
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর উদ্ভিদবিজ্ঞান বিভাগ কলেজ প্রতিষ্ঠাকালঃ ১৯১৮ ,স্নাতক সম্মান কোর্স প্রবর্তনঃ ১৯৯৭-১৯৯৮ খ্রিঃ বিভাগে কর্মরত শিক্ষক/শিক্ষিকাবৃন্দের নামের তালিকা
|
|
|
ছবি | নাম | পদবি |
---|---|---|
দেব নারায়ন রায় | সহকারী অধ্যাপক | |
আব্দুল্লাহ আল মাসুদ সেখ | প্রভাষক | |
দিপংকর দাস | প্রভাষক |
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা
Session |
Year |
Number of Students |
2017-18 |
Honours-4th |
90 |
2018-19 |
Honours-3rd |
109 |
2019-20 |
Honours-2nd |
102 |
2020-21 |
Honours-1st Old |
93 |
2021-22 |
Honours-1st New |
136 |
2019-20 |
MSC Final |
51 |
2020-21 |
MSC Final (New) |
91 |
|
Total |
672 |