Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মে ২০২৪

অনুষদ: বিজ্ঞান অনুষদ
বিভাগ: ভূগোল ও পরিবেশ

  • বিভাগ বৃত্তান্ত
  • বিভাগ প্রধান
  • প্রাক্তণ বিভাগ প্রধানগণ
  • শিক্ষক মন্ডলী
  • পাঠ্যসূচী
  • ছাত্র ছাত্রীবৃন্দ
  • বিজ্ঞপ্তি সমূহ
  • ফলাফল সমূহ
  • গবেষণা পত্র
  • নিত্য কার্যশূচি
  • বাজেট বিন্যাস
  • সম্মান ফলক
  • যোগাযোগ

প্রোফাইল

ভূগোল ও পরিবেশ বিভাগ

সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর

E-mail : [email protected]

 Facebook page : Department of Geography & Environment: Govt. Rajendra College, Faridpur 

 

 

 

 

 

ভূগোল পরিবেশ বিভাগের ইতিহাস

 

 

সরকারি রাজেন্দ্র কলেজ দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। পূর্ব থেকে এ কলেজ কলিকাতা বিশ^বিদ্যালয়ের অধীন অনার্স ও ডিগ্রী পর্যায়ে পাঠদানে অধিভূক্ত কলেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক বিষয়ে অনার্স পর্যায়ে পাঠদান করা হলেও ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে সে সংখ্যা দাড়ায় ২/৩ টিতে

কলেজটির শুরুতে পাঠদানের বিষয়সমূহ সীমিত থাকায় বিভিন্ন সময়ে দায়িত্বপালনকারী সম্মানিত অধ্যক্ষগণ তাঁদের ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টায় নতুন নতুন বিষয় পাঠদানের জন্য খোলার ব্যবস্থা করেন। প্রফেসর এ. কে. এম. হায়দার হোসেন এ কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে (০১/৭/১৯৬৫ খ্রিঃ হতে ৩০/৪/১৯৬৮ খ্রিঃপর্যন্ত) উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যায়ে পাঠদানের জন্য যে নতুন কয়েকটি বিষয় খোলার ব্যবস্থা করেন, তার মধ্যে ভূগোল একটি।

 

১৯৬৬ সালে সরকারি রাজেন্দ্র কলেজে ভুগোল বিষয়টি জনাব মোহাম্মদ ইসহাক ও জনাব অমলেন্দ্রলাল খীসা এই দুইজন শিক্ষক এবং ২০-২৫ জন শিক্ষাথী নিয়ে যাত্রা শুরু করে। কলেজটি ১৯৬৮ সালে সরকারিকরণ করা হয়। সে সময়ে ব্যবহারিক ক্লাস পরিচালনার জন্য প্রদর্শক হিসেবে যোগদান করেন জনাব মোঃ আমজেদ হোসেন। উক্ত ০৩ জন শিক্ষকই চাকুরির শেষ পর্যায়ে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।  

 

কলেজটি জাতীয়করণের পরবর্তীতে স্টাপিং প্যাটার্ন  অনুসারে  ০১টি সহযোগী অধ্যাপক, ০১টি সহকারী অধ্যাপক, ০২টি প্রভাষক ও ০১টি প্রদর্শকের পদ সৃষ্টি হয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীন ও পরবর্তীতে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীন ডিগ্রী পর্যায়ে পাঠদান নিশ্চিত হয়।

উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজটি বৃহত্তর ফরিদপুর ছাড়াও পদ্মা ও গড়াই নদীর এপাড়-ওপাড়ের অনেক জেলার শিক্ষার্থীদের অনার্স ও মাস্টার্স পর্যায়ে অধ্যয়নের সুযোগ সৃষ্টি করেছে। সরকারি রাজেন্দ্র কলেজের বিশাল পশ্চাৎভূমি অঞ্চলের প্রত্যন্ত গ্রামীণ জনপদে অসংখ্য নতুন নতুন কলেজ স্থাপিত হওয়ায় এবং অনেক কলেজে ভূগোল বিষয়ে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যায়ে অধ্যয়নের সুযোগ থাকায় কালের বিবর্তন ও প্রয়োজনের বিবেচনায় অত্র কলেজে ভূগোল বিষয়ে পর্যায়ক্রমে মাস্টার্স পূর্বভাগ, মাস্টার্স শেষভাগ ও অনার্স কোর্স চালুর জন্য কলেজ কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীন ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব, ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব এবং ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ৩ বছর মেয়দী অনার্স কোর্সে ভূগোল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়। পরবর্তীতে জাতীয় বিশ^বিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিক্ষা কারিক্যুলাম অনুযায়ী অন্যান্য পাবলিক বিশ^দ্যিালয়ের মতো অনার্স কোর্সটি ০৪ বছরে উন্নীত করা হয় এবং বিষয়টির নামকরণ করা হয় ভূগোল ও পরিবেশ ।

 

বিষয়টিতে অনার্স ও মাস্টার্স কোর্সে ছাত্র ভর্তির জন্য আসনসংখ্যা বৃদ্ধি পেলে ( অনার্স ১ম বর্ষ-২০০, মাস্টার্স ১ম পর্ব-৮০ এবং মাস্টার্স শেষ পর্ব-১৫০ ) প্রয়োজনের তাগিদে কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে সরকার বাহাদুর ২০০৬ সালে নতুন পদ সৃষ্টি করেন। বর্তমানে বিভাগটিতে ০৩টি সহযোগী অধ্যাপক, ০৩টি সহকারী অধ্যাপক, ০৩টি প্রভাষক ও ০১টি প্রদর্শকের পদসহ ১০টি শিক্ষক-কর্মকর্তার পদ বিদ্যমান রয়েছে।

 

কালানুক্রমিক শিক্ষকবৃন্দ

সরকারি রাজেন্দ্র কলেজে ১৯৬৬ সালে ভূগোল ও পরিবেশ বিষয়ে পাঠদান শুরু থেকে অদ্যাবধি যে সকল শ্রদ্ধেয় শিক্ষক-কর্মকর্তা, প্রদর্শক কর্মরত ছিলেন ও  আছেন তাঁরা হলেন :

প্রফেসর মোঃ ইসহাক, প্রফেসর অমলেন্দ্রলাল খীসা, জনাব হাবিবুর রহমান, জনাব সামসুজ্জোহা, প্রফেসর মোঃ আমজাদ হোসেন, জনাব আবু হোসেন, প্রফেসর মোঃ সামসুদ্দিন আহম্মেদ, প্রফেসর হালিমা খাতুন, প্রফেসর সবুক্তগীন মাহমুদ, প্রফেসর রফিক আহমেদ, জনাব বিমল কুমার দাস (প্রদর্শক), প্রফেসর নাজমা হক, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী, প্রফেসর আঞ্জুমান আরা, জনাব ইলিয়াস আলী, প্রফেসর মোঃ হাবিবুর রহমান, জনাব মোঃ রমজান আলী, জনাব তাহমিনা খান, জনাব সাইফুর রহমান, জনাব কর্মকার রঞ্জন চন্দ্র, প্রফেসর মোঃ মতিয়ার রহমান, প্রফেসর শেক মোঃ ইলিয়াস, জনাব মোঃ কবিরুল ইসলাম (প্রদর্শক), জনাব আফতাব উদ্দিন মিয়া, জনাব মাহবুব-এ-খোদা, জনাব আব্দুল খালেক,  প্রফেসর আব্দুর রাজ্জাক, প্রফেসর মোঃ মুজিবুর রহমান, জনাব স্বপন চন্দ্র হালদার, জনাব নাসরিন চৌধুরী, ড. নাজমা বেগম, জনাব মোঃ আইয়ুব আলী শেখ, জনাব স্বপন কুমার হালদার, জনাব আহম্মদ আলী মোল্লা, জনাব মোঃ শাহজাহান শেখ, জনাব আবু রাসেল মোঃ সাঈম, জনাব মোহাম্মদ হুমাযুন কবীর, জনাব ফেরদাউস রহমান, জনাব দিলরুবা আক্তার, জনাব তারিফুল ইসলাম, জনাব মোসাঃ মেহবুবা আলম, জনাব আশরাফুল ইসলাম গোলদার ও জনাব মোঃ খায়রুজ্জামান খান (প্রদর্শক)।

 

মহান মুক্তিযুদ্ধে অবদান

ভূগোল ও পরিবেশ  বিভাগের তৎকালীন  শিক্ষকদের মধ্যে প্রফেসর সবুক্তগীন মাহমুদ মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।  

 

ভূগোল পরিবেশ বিষয়ের বিশেষত্ব

বর্তমান সময়ে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা লেখাপড়ার সাথে সাথে নানারকম কার্যক্রমের সাথে সম্পৃক্ত।  শিক্ষার্থীরা এখন কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার এবং বিভাগের সেমিনার লাইব্রেরী উভয়ই ব্যবহার করার সুবিধা পাচ্ছে। বিভাগের সেমিনার লাইব্রেরীতে বিষয়ভিত্তিক প্রচুর বইয়ের সংগ্রহ রয়েছে। বিভাগের ক্লাসগুলি মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং বিভিন্ন বিষয়সংশ্লিষ্ট মানচিত্র দ্বারা সুসজ্জিত।

বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু যেমন- বিশ^ব্যাপী পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, জিআইএস, দূর অনুধাবন ও ভূমিব্যবহার জরিপ প্রভৃতি বিষয় এখানে জানা ও শেখার সুযোগ রয়েছে।

সহশিক্ষা কার্যক্রম

শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন জাতীয় দিবসগুলি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। এছাড়া নানামুখী সাংস্কৃতিক কর্মকাণ্ড  এবং ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিলেবাসের অংশ হিসেবে বছরের বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নিয়ে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে শিক্ষাসফর ও মাঠকর্ম পরিচালনা করা হয়।  

জ্ঞান অর্জন সেবা প্রদান

অনেক শিক্ষার্থী এই বিভাগ থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করে সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে সেবা করে যাচ্ছেন। 

 

 

 

প্রোফাইল

ছবি নাম পদবি
স্বপন কুমার হালদার সহযোগী অধ্যাপক

প্রোফাইল

ভূগোল ও পরিবেশ বিভাগ

সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর

 

বিভিন্ন সময়ের সম্মানিত বিভাগীয় প্রধানগণের নামের তালিকা

 

 

ক্রমিক নং

বিভাগীয় প্রধানগণের নাম

     কার্যকাল       

আরম্ভ

শেষ     

০১

প্রফেসর মোঃ ইসহাক

 

 

০২

প্রফেসর অমলেন্দ্রলাল খীসা

 

 

০৩

জনাব আবু হোসেন

 

 

০৪

প্রফেসর সবুক্তগীন মাহমুদ

 

 

০৫

জনাব রফিক আহমেদ

 

 

০৬

প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী

 

 

০৭

জনাব ইলিয়াস আলী

 

 

০৮

জনাব হাবিবুর রহমান

 

 

০৯

জনাব সামসুজ্জোহা

 

 

১০

প্রফেসর মোঃ আমজেদ হোসেন

 

 

১১

প্রফেসর শেক মোঃ ইলিয়াস

 

 

১২

জনাব মোঃ রমজান আলী

 

২৩/০৩/২০০৭ খ্রি.

১৩

জনাব তাহমিনা খান

২৩/০৩/২০০৭ খ্রি.

০১/০৭/২০০৭ খ্রি.

১৪

জনাব সাইফুর রহমান

০১/০৭/২০০৭ খ্রি.

২১/০৮/২০০৮ খ্রি.

১৫

জনাব আব্দুল খালেক 

২১/০৮/২০০৮ খ্রি.

১৩/০৩/২০১২ খ্রি.

১৬

প্রফেসর আব্দুর রাজ্জাক

১৩/০৩/২০১২ খ্রি.

২৯/১০/২০১৪ খ্রি.

১৭

ড. নাজমা বেগম

২৯/১০/২০১৪ খ্রি.

০৯/১১/২০১৪ খ্রি.

১৮

জনাব নাসরিন চৌধুরী

০৯/১১/২০১৪ খ্রি.

১৪/০১/২০১৯ খ্রি.

১৯

জনাব স্বপন কুমার হালদার

১৪/০১/২০১৯ খ্রি.

-

 

                                               

                                               

                                               

                                               

 

 

 

কর্মরত কর্মচারীবৃন্দের তথ্য

 

 

 

 

ক্রমিক নং

নাম

পদবী

মোবাইল নম্বর

 

 

০১

 

 

উত্তম বিশ্বাস

 

সেমিনার সহকারী

 

০১৭৩৭৭৬৫১৮০

 

০২

 

 

মোঃ আলমগীর হোসেন

 

অফিস সহায়ক

 

০১৮৬১৩৭৩৮৪৮

 

 

০৩

 

 

ইন্তাজউদ্দিন খান

 

অফিস সহায়ক

 

০১৮৩৬৪৬৯০৬৬

 

                       

 

 

 

 

 

 

 

 

প্রোফাইল

ছবি নাম পদবি

প্রোফাইল

প্রোফাইল

 

ভূগোল ও পরিবেশ বিভাগ

সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর

 

 

 

অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা

 

 

বর্ষ

শিক্ষাবর্ষ

শিক্ষার্থী সংখ্যা

 

অনার্স ১ম বর্ষ

২০২১-২২

২০০

অনার্স ১ম বর্ষ (পুরাতন)

২০২০-২১

১৭৯

অনার্স ২য় বর্ষ

২০১৯-২০

১৬০

অনার্স ৩য় বর্ষ

২০১৮-১৯

১৬৪

অনার্স ৪র্থ বর্ষ

২০১৭-১৮

১৩৯

মাস্টার্স ১ম পর্ব (নতুন)

২০১৮-১৯

৮০

মাস্টার্স ১ম পর্ব (পুরাতন)

২০১৯-২০

৭১

মাস্টার্স শেষ পর্ব

২০১৯-২০

১৫০

 

মোট=

১১৪৩

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

০১৭১২৯৯৩৪৬৪