Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ অক্টোবর ২০২৪

উপাধ্যক্ষ

প্রফেসর মোঃ ওবায়দুর রহমান

 

প্রফেসর মোঃ ওবায়দুর রহমান গত ০৩ অক্টোবর, ২০২৪ সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর- এ উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি ১৯৬৮ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম মোঃ ফরমান আলী মোল্লা ও মাতা জুলেখা বেগম। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয় এবং ভাইদের মধ্যে বড়। তিনি কাশিয়ানী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান রাতইল নায়েবুন্নেছা ইন্সটিটিউট থেকে ১৯৮৪ সালে এসএসসি ও সরকারি এসকে কলেজ, রামদিয়া থেকে ১৯৮৬ সালে এইচএসসি পাশ করেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে স্কলারশীপসহ সমাজবিজ্ঞানে স্নাতক সম্মান ও ১৯৯০ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এরপর ১৭ তম বিসিএস পরীক্ষায় তিনি শিক্ষা ক্যাডারে নির্বাচিত হয়ে প্রভাষক হিসেবে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সরকারি রাজেন্দ্র কলেজে সমাজবিজ্ঞান বিভাগে যোগদান করেন।
 
তিনি ২০০৮ সালে পদোন্নতি পেয়ে সহকারি অধ্যাপক হন এবং চুয়াডাংগা জেলার দর্শনা সরকারি কলেজে তাকে বদলী করা হয়। সেখানে দু'মাসের মতো চাকুরি করার পর আবার রাজেন্দ্র কলেজে ফিরে আসেন। পরে ২০১২ সালে তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং প্রায় একবছর গোপালগঞ্জ জেলা শহরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর তিনি আবার সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিপুরে বদলী হয়ে আসেন। ২০২৩ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ২০২৪ সালের ১২ জুলাই থেকে রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। চলতি বছরের (২০২৪) ০৩ অক্টোবর তিনি সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন প্রাপ্ত হন এবং একইদিনে উক্ত পদে যোগদান করেন।
 
স্ত্রী সালমা জাহান একজন আইনজীবী হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পে আইন কর্মকর্তা হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তাদের দুই সন্তান। ছেলেটি বড়। সে ব্রাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং-এ পড়ে। মেয়েটি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। তার বড় দু' বোনের মধ্যে ছোটজন মৃত, বড় বোন গৃহিনী। ভাইদের মধ্যে যিনি মেঝো তিনি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং ছোটভাই ঢাকায় ব্যবসা করেন।
 
প্রফেসর মোঃ ওবায়দুর রহমান তার চাকুরি জীবনের দীর্ঘসময় সরকারি রাজেন্দ্র কলেজে কর্মরত আছেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মান ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখেন। তিনি স্থানীয় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। উপাধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি রাজেন্দ্র কলেজকে যাতে আরো বেশি শীক্ষার্থী ও শিক্ষক বান্ধব করা যায়, শিক্ষার্থীদের বেশী করে ক্লাসমূখী করা যায় এবং সার্বিকভাবে শিক্ষার মান ও পরিবেশ উন্নত করা যায় সেজন্য অধ্যক্ষ মহোদয়ের সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।