Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০২২

লাইব্রেরী

 

সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর পদ্মা কুমার বিধৌত ফরিদপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে রাজেন্দ্র কলেজ। কলেজটির পূর্বে শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুর জর্জ কোর্ট, পশ্চিমে কুমার নদী, দক্ষিণে শিশু একাডেমী ও উত্তরে ফরিদপুর জেলা কারাগার। ফরিদপুর শহনে যা কিছু প্রাণ চাঞ্চল্য সবই রজেন্দ্র কলেজটিকে কেন্দ্র করে। ফরিদপুর জেলার শিক্ষার আলো জ্বালাতে দীর্ঘ শতবর্ষ আগে এগিয়ে এসেছিলেন একটি কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তিনি হচ্ছেন এক সময়ের প্রখ্যাত আইনজীবী ও উপ-মহাদেশের প্রখ্যাত কংগ্রেস নেতা অম্বিকাচরণ মজুমদায়। তাই প্রচেষ্টায় তৎকালীন ভারত সরকালে চূড়ান্ত অনুমোদন পেয়ে ১৯১৮ সালের ২৮ শে মার্চ এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। এভাবেই অম্বিকা চরণ মজুমদার প্রতিষ্ঠিত কলেজের নাম করণ কমা হয় রাজেন্দ্র কলেজ এবং ১৯৬৮ সালে কলেজটি সরকারি করণ বলা হয়। এই ঐতিহ্যবাহী কলেজটি প্রতিষ্ঠান শুরু থেকেই কলেজ গ্রন্থাগারের পাঠদান কার্যক্রম শুরু হয়। সরকারি রাজেন্দ্র কলেজ গ্রন্থাগার একটি ঐতিহ্যবাহী গ্রন্থাগার। এই কলেজের গ্রন্থাগারটির দুটি শাখা। শহর শাখার গ্রন্থাগারটি কলেজের প্রশাসনিক ভবনের পার্শ্বে একাডেমিক ভবন-১ এর দ্বিতীয় তলায় এবং অপরটি বায়তুল আমান শাখায় অবস্থিত। এই ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজে গ্রন্থাগারটিতে বহু প্রাচীন পান্ডুলিপি, সাময়িকী, ম্যাগাজিন, প্রবন্ধ সুচনা, বাংলা সাহিত্য, কাব্যগ্রন্থ, ইতিহাস, আরবী সাহিত্য ও বিভিন্ন গবেষণা মূলক সংগৃহীত পুস্তকে সংখ্যা ৩৪১২৯। প্রতিবছরই সরকারি বরাদ্দে গ্রন্থাগারের জন্য পুস্তকাদি ক্রয় করা হয়ে থাকে। গ্রন্থাগারে নিয়মিত ছাত্র-ছাত্রী জ্ঞান চর্চা করে থাকে। জ্ঞান ও শিক্ষা সংরক্ষণাগার হচ্ছে গ্রন্থাগার। সভ্যতার পরিক্রমায় মানুষের চর্চিত চিন্তা চেতনা, জ্ঞান-বিজ্ঞান, দর্শন এহিত থাকে বইয়ের অক্ষরের মধ্যে। তাই জ্ঞান ও শিক্ষা সংরক্ষণাগার হচ্ছে গ্রন্থাগার। জ্ঞানের ভূরনে গ্রন্থাগার হচ্ছে একটি জাতির সঠিক আলোর দিশালী। তাই এ ঐতিহ্যবাহী গ্রন্থাগারটিতে নিয়মিত শিক্ষকবৃন্দ গবেষণা ও জ্ঞান-চর্চা করে থাকেন। গ্রন্থাগারটি সর্বাধুনিক তথ্য পরিবেশনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করে থাকে। বাংলাদেশে খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে গ্রন্থাগার অন্যতম।