Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ এপ্রিল ২০২৪

অনুষদ: কলা অনুষদ
বিভাগ: দর্শন

  • বিভাগ বৃত্তান্ত
  • বিভাগ প্রধান
  • প্রাক্তণ বিভাগ প্রধানগণ
  • শিক্ষক মন্ডলী
  • পাঠ্যসূচী
  • ছাত্র ছাত্রীবৃন্দ
  • বিজ্ঞপ্তি সমূহ
  • ফলাফল সমূহ
  • গবেষণা পত্র
  • নিত্য কার্যশূচি
  • বাজেট বিন্যাস
  • সম্মান ফলক
  • যোগাযোগ

প্রোফাইল

দর্শন বিভাগ

পটভূমি ও ইতিহাস

বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে ২০১৬ সাল থেকে সরকারি রাজেন্দ্র কলেজের ১৯ তম বিভাগ হিসাবে দর্শন বিভাগের যাত্রা শুরু হলেও মুলত: রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাকালীন সময় হতেই অত্র কলেজের সাথে দর্শনের নাম জড়িত ছিল অঙ্গাঙ্গীভাবে। ১৯১৮ সালের ১ জুন অধ্যক্ষ কামাখ্যা নাথ মিত্রের যোগদানের মাধ্যমে অত্র কলেজের কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হয়। তখন তাঁর সাথে আরও যে ৪ জন অধ্যাপক যোগদান করেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন দর্শনের অধ্যাপক শিরীষ চন্দ্র সেন। এছাড়াও ১৯২৩ সালে রাজেন্দ্র কলেজ যে ৪টি বিষয়ে অনার্স কোর্স নিয়ে যাত্রা শুরু করে তার মধ্যে দর্শন ছিল অন্যতম। কালের পরিক্রমায় ভারত ভাগ হলে ১৯৪৯ সাল হতে অত্র কলেজে দর্শনের অনার্স কোর্সটি বন্ধ হয়ে যায়। এরপর বিভিন্ন সময় অত্র কলেজের বিভিন্ন অধ্যক্ষ স্যার নানাভাবে চেষ্টা করলেও দর্শন বিভাগে অনার্স কোর্স চালুর অনুমতি পাননি। সুদীর্ঘ পথ পরিক্রমার পর  ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে অত্র কলেজে আবারও দর্শন বিভাগে অনার্স কোর্স চালু হয়। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে পুনরায় দর্শন বিভাগে অনার্স কোর্স চালু করার পেছনে যাঁদের অবদান অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম হলেন তৎকালীন সময়ের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফরিদপুর- ০৩ আসনের মান্যবর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন। তাঁর সার্বিক সহযোগিতা এবং দিক নিদের্শনায় তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ হতে দর্শন বিভাগে পুনরায় অনার্স কোর্স চালু হয়। দর্শন বিভাগ তার এই নবযাত্রায় ১৯১৮ সাল থেকে অদ্যবধি অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ সকল বিভাগীয় শিক্ষক যাঁরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করেছেন তাঁদের প্রতি আজীবন কৃতজ্ঞ। বিভাগটি প্রতিষ্ঠাকালীন সময়ে মাত্র ২ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করেন যাঁরা হলেন জিলাল হোসেন এবং তামান্না রসুল।

 

          উল্লেখ্য যে, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে কলেজটিতে দর্শনের অনার্স কোর্স চালু হলেও অদ্যবধি মাস্টার্স কোর্স চালু হয়নি, যে কারণে বিভাগটি তার পরিপূর্ণতা পায়নি। বর্তমানে উক্ত বিভাগে বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার শতাধিক। তবে বিভাগের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ এই যে, অত্র কলেজের বর্তমান অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অসীম কুমার সাহা স্যার দর্শন বিভাগে মাস্টার্স কোর্স চালু করার জন্য তাঁর ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। মাস্টার্স কোর্স চালুর মাধ্যমে দর্শন বিভাগ তার পূর্ণতা লাভ করুক এবং একই সাথে সরকারি রাজেন্দ্র কলেজের মর্যাদা ও কৃতিত্ব বৃদ্ধিতে দর্শন বিভাগ ভবিষ্যতে তার সমুজ্জল ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করি।

 

প্রোফাইল

ছবি নাম পদবি
জিলাল হোসেন সহযোগী অধ্যাপক

প্রোফাইল

প্রোফাইল

ছবি নাম পদবি
জিলাল হোসেন সহযোগী অধ্যাপক
তামান্না রসুল সহকারী অধ্যাপক

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল