Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০২২

অনুষদ: বিজ্ঞান অনুষদ
বিভাগ: প্রাণিবিদ্যা

  • বিভাগ বৃত্তান্ত
  • বিভাগ প্রধান
  • প্রাক্তণ বিভাগ প্রধানগণ
  • শিক্ষক মন্ডলী
  • পাঠ্যসূচী
  • ছাত্র ছাত্রীবৃন্দ
  • বিজ্ঞপ্তি সমূহ
  • ফলাফল সমূহ
  • গবেষণা পত্র
  • নিত্য কার্যশূচি
  • বাজেট বিন্যাস
  • সম্মান ফলক
  • যোগাযোগ

প্রোফাইল

অনুষদ: বিজ্ঞান অনুষদ
বিভাগ: প্রাণিবিদ্যা বিভাগ

 

প্রতিষ্ঠার সময়কাল

১৯৯৭-১৯৯৮  (অনার্স কোর্স শুরু)

২০০০-২০০১  (মাস্টার্স শেষ পর্ব কোর্স শুরু)

 

বিভাগ বৃত্তান্ত

বিগত শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত বৃহত্তর ফরিদপুরের এই অঞ্চলে উচ্চ শিক্ষা গ্রহণের তেমন কোন সুযোগ ছিল না। এমতাবস্থায় ফরিদপুরের কৃতি সন্তান, নিখিল ভারত কংগ্রেসের সভাপতি, খ্যাতনামা আইনজীবি ও সমাজসেবক শ্রী অম্বিকাচরণ মজুমদার এই অঞ্চলে একটি কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। মূলত এই আলোকিত মানুষটির অক্লান্ত প্রচেষ্টা ও সাহসী নেতৃত্বে ১৯১৮ সালে রাজেন্দ্র কলেজের যাত্রা শুরু। তবে কলেজ প্রতিষ্ঠার পথচলা উপরোক্ত বাক্যটির শাব্দিক বর্ণনার মত এতটা সহজতর ছিলনা। ১৯১৫ সালের ১৫ নভেম্বর অম্বিকা চরণ মজুমদারের নেতৃত্বে কলেজ প্রতিষ্ঠায় একটি কমিটি গঠিত হয়। অম্বিকা চরণের ঐকান্তিক প্রচেষ্টায় কমিটি প্রাথমিকভাবে কিছু অর্থ যোগাড়ে সমর্থ হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। এমতাবস্থায় অম্বিকা চরণ মজুমদারের অনুরোধে তাঁর মক্কেল ফরিদপুরের বাইশরসির জমিদার রমেশ চন্দ্র চৌধুরী তাঁর প্রয়াত পিতা রাজেন্দ্র চন্দ্র চৌধুরীর নামে কলেজের নামকরণের শর্তে ৫০ হাজার টাকা দেওয়ার  প্রস্তাব করেন। কলেজ প্রতিষ্ঠাতা কমিটি তার এই প্রস্তাবে রাজী হয়ে কলেজের নাম রাজেন্দ্র কলেজ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর কলেজের জন্য জমি প্রাপ্তি ও কলেজ অধিভুক্তির প্রক্রিয়া নিয়েই কেটে যায় বেশ অনেকটা সময়। অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে ১৯১৮ সালের ১৩ মে ভারত সরকার কলেজ অধিভুক্তির অনুমোদন দেয় এবং ফরিদপুর শহরের পূর্ব পাশে খেলার মাঠের (বর্তমান শহর ক্যাম্পাস) ৫.৫ একর জমি বার্ষিক এক টাকা খাজনার বিনিময়ে কলেজের নামে মঞ্জুর করেন। ১৯১৮ সালের ১ জুন কামাখ্যা নাথ মিত্র কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। ১৯১৮ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে কলেজের কার্যক্রম শুরু হয়, রোপিত হয় এক চারাগাছ আজ যা বিশাল মহীরুহে পরিণত হয়েছে। পরবর্তীতে ১৯৬৮ সালে কলেজের নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণের প্রয়োজনে বায়তুল আমান ক্যাম্পাসের কাজ শুরু হয়। এ বছরেই কলেজটিকে প্রাদেশিকীকরণ করা হয় এবং সরকারিভাবে অধ্যক্ষ নিযুক্ত হন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিব প্রসন্ন লাহিড়ী। কলেজটিতে ১৯৭১-৭২ শিক্ষাবর্ষ থেকে ৬টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। বর্তমানে এখানে ২০টি বিভাগে অনার্স ও ১৮টি বিভাগে মাস্টার্স কোর্স চালু রয়েছে। বর্তমানে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার ও শিক্ষকের পদ ১৭০ টি। এভাবেই এগিয়ে চলেছে দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী  এই বিদ্যাপীঠ। ঐতিহ্যবাহী এই শিক্ষায়তনের অন্যতম সমৃদ্ধ একটি বিভাগ হল প্রাণিবিদ্যা বিভাগ। কলেজটিতে ১৯৭১-৭২ শিক্ষাবর্ষ থেকে ৬টি বিষয়ে অনার্স কোর্স চালু হলেও বিজ্ঞান বিভাগের অত্যন্ত গুরুত্ব পূর্ণ একটি শাখা প্রাণিবিদ্যা বিভাগের পথচলা শুরু হয় ১৯৯৭-১৯৯৮ সেশনে অনার্স কোর্স চালুর মাধ্যমে। শুরু থেকে বায়তুল আমান ক্যাম্পাসের ১টি শ্রেণিকক্ষ ও শিক্ষকদের জন্য ১টি রুম এবং ডিগ্রী শাখায় (শহর ক্যাম্পাস) ১টি শ্রেণিকক্ষ, ১টি ল্যাব ও ১টি শিক্ষক মিলনায়তন নিয়ে ২শাখার সমন্বয়ে শ্রেণি কার্যক্রম ,ব্যবহারিক ক্লাস সহ সকল কার্যক্রম পরিচালিত হতো। ২০২২ সালে বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা স্যারের একান্ত প্রচেষ্টায় প্রাণিবিদ্যা বিভাগ সহ সকল বিজ্ঞান বিভাগ সমূহকে শহর ক্যাম্পাসে অতিরিক্ত আরো ১টি করে শ্রেণিকক্ষ দেন। বর্তমানে অত্র বিভাগের শ্রেণি পাঠদান, ব্যবহারিক ক্লাস সহ অফিশিয়াল সকল কার্যক্রম শহর শাখায় পরিচালিত হয়। শহর শাখায় প্রশাসনিক ভবনের পূর্ব পাশে অবস্থিত ২য় তলা বিশিষ্ট একাডেমিক ভবন-২ এর ২য় তলায় পূর্ব পাশে এ বিভাগের অবস্থান। বিভাগে বর্তমানে শিক্ষক-কর্মকর্তার ০৫টি পদ রয়েছে। বর্তমানে এ বিভাগে প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছে। এ বিভাগ থেকে পড়ালেখা শেষ করে পরবর্তী সময়ে অনেকেই সরকারি-বেসরকারি দায়িত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানেও করে চলেছেন। একজন আলোকিত মানুষ অম্বিকা চরণ মজুমদারের হাত ধরে রাজেন্দ্র কলেজ নামে যে জ্ঞানালোক শিখা প্রজ্জ্বলিত হয়েছিল বিশ শতকের গোড়ার দিকে, আজো তা জ্বাজল্যমান। এ শিখা আলো ছড়িয়ে যাবে কাল থেকে কালান্তরে, সেই সাথে সমৃদ্ধ হবে এ কলেজের ঐতিহ্যের অভিজ্ঞান-এটাই সকলের প্রত্যাশা।

 

 

প্রোফাইল

ছবি নাম পদবি

প্রোফাইল

     প্রাক্তণ বিভাগ প্রধানগণ

       সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর

প্রাণিবিদ্যা বিভাগ

 

কলেজ প্রতিষ্ঠাকালঃ ১৯১৮

স্নাতক সম্মান কোর্স প্রবর্তনঃ ১৯৯৭-১৯৯৮ খ্রিঃ

 

সম্মনিত বিভাগীয় প্রধানগণের নামের তালিকা

ক্রমিক নং

কর্মকর্তার নাম

পদবী

সময়কাল

হইতে

পর্যন্ত

০১

জনাব আবদুল জলিল মিঞা

সহযোগী অধ্যাপক

২৫/০৪/১৯৯৪

২৪/১২/২০০২

০২

   “  মোঃ আবদুল বাছিত মিঞা

সহযোগী অধ্যাপক

০৪/০১/২০০৩

০৮/১০/২০০৫

০৩

   “  অবায়দুর রহমান মিঞা

সহযোগী অধ্যাপক

০৮/১০/২০০৫

২৯/১২/২০০৯

০৪

   “  জি.এম.আককাচ হোসেন

সহযোগী অধ্যাপক

৩০/১২/২০০৯

০৬/০৪/২০১৫

০৫

   “  লক্ষ্মী রাণী পোদ্দার

সহযোগী অধ্যাপক

০৭/০৪/২০১৫

২৯/০৮/২০১৫

০৬

   “   নুরুন নাহার

সহযোগী অধ্যাপক

২৯/০৮/২০১৫

১১/০৯/২০১৮

 

       প্রফেসর নুরুন নাহার

     অধ্যাপক

১২/০৯/২০১৮

     

 

 

 

বিভিন্ন সময়ে বিভাগে কর্মরত শিক্ষকদের নাম

সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর

প্রাণিবিদ্যা বিভাগ 

বিভাগে দায়িত্ব পালন করেছেন  সম্মনিত শিক্ষকমন্লীর নামের তালিকা

ক্রমিক নং

কর্মকর্তার নাম

পদবী

সময়কাল

হইতে

পর্যন্ত

০১

জনাব মোঃ আবদুল বাছিত মিঞা

সহকারী অধ্যাপক

০৮/০২/১৯৯৪

০১/০৯/২০০১

০২

জনাব আবদুল জলিল মিঞা

সহযোগী অধ্যাপক

২৫/০৪/১৯৯৪

২৪/১২/২০০২

০৩

  “   মোঃ আশরাফুল কবীর

প্রভাষক

০৯/১০/১৯৯৫

২৭/১১/২০০১

০৪

  “   এস.এম. আলী আশরাফ

প্রভাষক

১৩/১১/২০০০

১৮/০৮/২০০১

০৫

  “   জি.এম.আককাচ হোসেন

সহকারী অধ্যাপক

০৭/১০/২০০১

০৯/০৬/২০০৯

০৬

  “   সৈয়দ মারুফুল ইসলাম

প্রদর্শক

০৫/০৩/২০০৫

০৮/১১/২০০৮

০৭

  “   নিলুফা ইয়াসমিন

প্রভাষক

০২/০৭/২০০৫

১৮/০১/২০১১

০৮

  “   শাহানাজ পারভীন

প্রভাষক

০২/০৭/২০০৫

০৮/১১/২০০৮

০৯

  “   অবায়দুর রহমান মিঞা

সহযোগী অধ্যাপক

০৮/১০/২০০৫

২৯/১২/২০০৯

১০

  “   ড.মোঃ হারুন-অর-রশীদ

প্রভাষক

২২/০৩/২০০৯

১৫/০৭/২০১৪

১১

  “   জি.এম.আককাচ হোসেন

সহযোগী অধ্যাপক

০৯/০৬/২০০৯

০৬/০৪/২০১৫

১২

  “   লক্ষ্মী রাণী পোদ্দার

সহকারী অধ্যাপক

২২/০৩/২০১০

২৪/০৯/২০১৭

১৩

  “   নূরজাহান নাসরীন

প্রভাষক

০৩/০৬/২০১২

৩০/১২/২০২১

১৪

  “   ফাতেমা ইয়াসমিন

প্রভাষক

২১/১১/২০১৬

০৫/০৫/২০২২

১৫

  “   লক্ষ্মী রাণী পোদ্দার

সহযোগী অধ্যাপক

২৬/০৯/২০১৭

 

১৬

  “   নূরজাহান নাসরীন

সহকারী অধ্যাপক

৩০/১২/২০২১

 

১৭

  “   অনুপ মন্ডল

প্রভাষক

২৯/০৮/২০২২

 

 

 

 

 

প্রোফাইল

ছবি নাম পদবি
লক্ষ্মী রানী পোদ্দার সহযোগী অধ্যাপক
নুরজাহান নাসরিন সহকারী অধ্যাপক
অনুপ মন্ডল প্রভাষক

প্রোফাইল

প্রোফাইল

প্রাণিবিদ্যা বিভাগ

সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর 

 

প্রাণিবিদ্যা বিভাগে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা

Session

Year

Number of Students

2017-18

Honours-4th

101

2018-19

Honours-3rd

105

2019-20

Honours-2nd

90

2020-21

Honours-1st Old

110

2021-22

Honours-1st New

140

2019-20

Msc Final

50

 

Total

596

 

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

যোগাযোগের ঠিকানা

প্রাণিবিদ্যা বিভাগ

সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর 

ফোনঃ 01754-458911, 01749-872370

E-mail: [email protected]